চৈত্রের শেষ লগ্নে অবশেষে দক্ষিণবঙ্গবাসীর জন্য আশার খবর শোনাল আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৫ এপ্রিল শুক্রবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলির আবহাওয়া থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। এরপর ১৬ এপ্রিল শনিবার সকালের মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে কলকাতার ক্ষেত্রে আরও গরম বাড়ার সম্ভাবনা রয়েছে।
আগামী ৪-৫ দিন দিনের তাপমাত্রায় সেভাবে কোনও পরিবর্তন হবে না বলেই জানা গিয়েছে। মূলত, গরম হাত থেকে রেহাই না পেলেও কলকাতা ও আশপাশের এলাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বুধবারের থেকে থেকে এই তাপমাত্রা কিছুটা বেশি। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে, উত্তরবঙ্গে গত কয়েকদিন ধরে দফায় দফায় বৃষ্টি হচ্ছে। তবে আগামী ৪৮ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।