“সেফ ড্রাইভ, সেভ লাইভ”-এর বার্তা নিয়ে ট্রাফিক সচেতনতা প্রচারে রাস্তায় নামলো পুলিশ

গরমের হাত থেকে রক্ষা পেতে রাস্তার মোড়ে মোড়ে ট্র‍্যাফিক সামলাচ্ছেন এরকম কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ কর্মীদের ছাতা, জলের বোতল ও গ্লুকোজ সহ বিভিন্ন সামগ্রী তুলে দিলেন পুলিশের ডিএসপি। ‘সেফ ড্রাইভ’ সেভ লাইভ’ এর বার্তা নিয়ে ট্র‍্যাফিক সচেতনতা প্রচারে রাস্তায় নামলো জলপাইগুড়ি সদর ট্র‍্যাফিক পুলিশ। শহর ও সংলগ্ন বড় পোস্ট অফিস মোড়, গোশালা মোড় সহ একাধিক জায়গায় সচেতনতা প্রচার করা হয়। টোটো দাঁড় করিয়ে হেড লাইট চেক করলেন ট্র‍্যাফিক পুলিশের কর্তরা। অন্যদিকে, গরমের হাত থেকে রক্ষা করার জন্য রাস্তার মোড়ে মোড়ে ট্র‍্যাফিক সামলাচ্ছেন এরকম কর্তব্যরত সিভিক ও পুলিশ কর্মীদের ছাতা, গ্লুকোজ সহ বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয় পুলিশের তরফে।