সময়ের আগেই উধাও শীত, শীতের মরশুম শেষের আগেই বাড়ছে গরম৷ ফেব্রুয়ারির শুরু থেকেই শীতের অস্তিত্ব নামমাত্র৷ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ৷ তেজ বাড়াচ্ছে সূয্যি মামা৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটে মাঝ ফেব্রুয়ারিতেই তাপমাত্রা ছুঁল ৪০ ডিগ্রির পারদ৷
গুজরাতের ভুজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস। যা এক কথায় রেকর্ড৷ ফেব্রুয়ারি মাসে তাপমাত্রা ৪০ ডিগ্রির পারদ ছুঁয়েছে, এমন পরিস্থিতি গোটা দেশে এই প্রথম। এক হাল রাজস্থান এবং মহারাষ্ট্রেও৷ নয়াদিল্লির মৌসম ভবনের আবহবিদ রাজেন্দ্র জেনামণি জানান, গত বছর মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে গুজরাতের তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরিয়েছিল। সেই তুলনায় এ বার একমাস আগেই ৪০ পার হয়ে গেল৷ ফেব্রুয়ারের মাঝে গুজরাতের এই তাপমাত্রা বৃদ্ধিতে সিঁদুরে মেঘ দেখছে বাংলা৷
কলকাতায় এখন থেকেই দিন ও রাতের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, সপ্তাহান্তে অর্থাৎ রবিবার থেকে কলকাতা ও সংলগ্ন এলাকায় শীতের আমেজ পুরোপুরি উধাও হবে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকবে।