পাল্টা জবাব দিতে চলতি মাসেই হবে বিরোধী দল নেতার সভা

লক্ষ্য এখন, আসন্ন আগামী নির্বাচন৷ ভোটার দামামা বেজে গিয়েছে৷ পঞ্চায়েত ভোটের আগে রাজ্য রাজনীতি শুধুই যেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর দ্বৈরথে পরিণত হয়েছে। কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নন। গত শনিবার বিরোধী দলনেতার খাসতালুক কাঁথিতে সভা করে তাঁকে তীব্র আক্রমণ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক  বন্দ্যোপাধ্যায়। আর সেই সভার দু’দিনের মধ্যেই জেলা বিজেপি সিদ্ধান্ত নিয়েছে অভিষেকের পাল্টা সভা কাঁথিতেই করবে তারা।

সব কিছু ঠিক থাকলে ২১ ডিসেম্বর সেই সভা হতে পারে। বলাবাহুল্য সেই সভার প্রধান বক্তা হতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জেলা বিজেপির একাংশ চাইছেন সেই মাঠেই পাল্টা সভা করতে। কিন্তু সেই মাঠে সভা করার অনুমতি বিজেপি পাচ্ছে না বলেই খবর। কারণ যে সময় সভা করার কথা ভাবছে বিজেপি, তখন ওই মাঠে অন্য অনুষ্ঠান রয়েছে। তাই বিকল্প সভাস্থল দেখছে গেরুয়া শিবির। ওই মাঠ থেকে দেড় কিলোমিটার দূরে থাকা স্টেশন সংলগ্ন মাঠে সভা হতে পারে।

সূত্রের খবর শুভেন্দু স্টেশন সংলগ্ন মাঠেই সভা করতে চাইছেন। শীঘ্রই বিষয়টি চূড়ান্ত করে জেলা প্রশাসনের কাছে বিজেপি সভার ব্যাপারে অনুমতি চাইতে চলেছে বলে খবর। জানা গিয়েছে জেলা বিজেপি নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন শুভেন্দু অধিকারী। সেখানেই ঠিক হয় দ্রুত সভা করে অভিষেকের আক্রমণের যাবতীয় জবাব দেবেন শুভেন্দু। সেই সূত্রেই দ্রুততার সঙ্গে সভা করতে চলেছেন জেলা বিজেপি নেতৃত্ব।