চলতি মাসে বেশ কিছুদিন অনবরত বদলেছে রাজ্যের আবহায়া, এই পরিস্থিতিতে কলকাতা তাপমাত্রার পারদ বাড়ছে। তবে, গরমে তীব্রতা বাড়লেও শাকসবজি কিনতে গিয়ে অবশ্য খুব একটা নাজেহাল হতে হচ্ছে না আমজনতাকে।
কলকাতার বিভিন্ন বাজারগুলোতে ঘুরে দেখলে দেখা যাবে যে, শেষ পনের দিনে নিত্য প্রয়োজনীয় নানা সবজির দাম বেশ কিছুটা কমেছে। তবে, মাছের মূল্য কিন্তু বেশ চড়া। রুই মাছের দাম তুলনামূলকভাবে কিছুটা কম হলেও কাতলা, ভেটকি পাবদা মাছ বিকোচ্ছে বেশ চড়া দামেই। প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২১০ টাকা দরে।
অন্যদিকে, পাবদা, কাতলার দাম শুরু হচ্ছে ৩৫০ টাকা থেকে। আর এক কেজি ভেটকি কিনতে হলে অবশ্য আপনাকে অন্তত ৫০০ টাকা পকেটে রাখতেই হবে। অন্যদিকে বাড়ছে মাংসের দাম। মাটনের দাম তো আগে থেকেই ৭০০ থেকে ৮০০ টাকার মধ্যে ছিল। এখন চিকেন কিনতে গিয়েও বেশ ভালো টাকাই খরচ করতে হচ্ছে। প্রতি কেজি চিকেন বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৬০ টাকা দামে।