সর্বনিম্ন হলো দেশের করোনা সংক্রমণ

গত চার মাসে সর্বনিম্ন দেশের দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় কমল দৈনিক মৃত্যুর সংখ্যাও। করোনার দ্বিতীয় ঢেউয়ে এই প্রথমবার ৩৫ হাজারের নীচে নামল দেশের দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৭০৩ জন। ২৪ ঘণ্টায় কেরলে ৮ হাজার ৩৭ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। ওই সময়ের মধ্যে আক্রান্তের মধ্যে এর পর রয়েছে মহারাষ্ট্র। ওই রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭৪০ জন। দেশের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩.০৫ কোটি। সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে হল ৪.৬৪ লক্ষ। সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৭.১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৫৫৩ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৫১ হাজার ৮৬৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে টিকাকরণের সংখ্যা বেড়েছে। ওই সময়ের মধ্যে ৪৫ লক্ষ ৮২ হাজার ২৪৬ জনকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।

এদিকে, করোনার ডেল্টা প্রজাতি নিয়ে গবেষণায় উঠে এল মারাত্মক তথ্য। দিল্লির গঙ্গারাম হাসপাতালের ১০০ জনেরও বেশি স্বাস্থ্যকর্মীর উপর গবেষণা করে দেখা গিয়েছে, চিনা করোনাভাইরাসের প্রজাতির থেকেও কয়েক গুণ শক্তিশালী ডেল্টা প্রজাতি। অনেক বেশি ভয়ঙ্কর ও সংক্রামক। কোভিড টিকার কার্যকারিতার থেকে ৮ গুণ বেশি শক্তিশালী এই প্রজাতি। তাই টিকার দুটি ডোজ নেওয়া হলেও নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না।