দীর্ঘদীন থেকে বিকল হয়ে পড়ে থাকা বৈদ্যুতিক চুল্লির পুনরায় উদ্বোধন হল আজ

আজ সতীপুকুর শ্মশানের বৈদ্যুতিক চুল্লির উদ্বোধন হলো আজ। ইসলামপুর শহরের একমাত্র শ্মশান হলো সতীপুকুর শ্মশান। দীর্ঘদীন থেকে এখানে বৈদ্যুতিক চুল্লি বিকল হয়েছিল। এর ফলে বাসিন্দারা মৃত দেহ দাহ করতে সমস্যায় পড়ছিল। কাঠ পুড়িয়ে সব দাহের কাজ চলছিল। পুরসভা কর্তৃপক্ষের উদ্যোগে ফের চুল্লি মেরামত করা হয়েছে। এদিন চুল্লিটির উদ্বোধন হওয়াতে বাসিন্দারা খুশি। এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল, ভাইস চেয়ারম্যান জ্যোতি দত্ত, একজিকিউটিভ অফিসার আরিকুল ইসলাম, ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলারের প্রতিনিধি বিক্রম দাস ও ১ নং ওয়ার্ডের কাউন্সিলার সঞ্জয় দত্ত প্রমুখ।

কানাইয়ালাল আগরওয়াল বলেন, “যান্ত্রিক সমস্যার কারণে এতোদিন বৈদ্যুতিক চুল্লি বন্ধ হয়েছিল। মেরামতের পর পুনরায় চালু করা হলো। শ্মশানে পানীয় জল এবং অন্যান্য পরিষেবার ব্যবস্থা করা হয়েছে।” তিনি আরো বলেন, “শ্মশানের পাশেই একজন আড়াই কাঠা জমি দান করেছে। আর একটু জায়গার জন্য চেষ্টা করা হচ্ছে। তা পাওয়া গেলেই ওই স্থানে মৃত দেহ সমাধির ব্যবস্থা করা হবে।”