করোনা মুর্মুর্ষদের জীবনদায়ী ওষুধ চুরি

দেশের পাশাপাশি রাজ্যেও চলছে কোরোনার প্রকোপ। চারিদিকে হাসপাতালের শয্যা প্রয়োজনীয় ওষুধের অভাব। এমনকি মিলছেনা জীবনদায়ী টিকাও । এরই মাঝে এক বিপদ এলো কলকাতার মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে। কলকাতা মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল থেকে উধাও হয়ে গেল করোনা চিকিৎসায় ব্যবহৃত প্রয়োজনীয় জীবনদায়ী ইঞ্জেকশন। অভিযোগ, হাসপাতালের স্টোর থেকে চুরি গিয়েছে বেশ কয়েকটি ২৬টি টোসিলিজুমাব ইঞ্জেকশন। করোনা আক্রান্ত মরণাপন্ন রোগীদের ক্ষেত্রে প্রাণ রক্ষা করতে সক্ষম এই ইঞ্জেকশন। প্রায় ১০ লক্ষ টাকার টসিলিজুমাব ইঞ্জেকশন হাতানোর অভিযোগ উঠেছে।

প্রভাব খাটিয়ে সিসিইউ-তে ডিউটিরত নার্সের কাছ থেকে ইঞ্জেকশন নিয়ে নিয়েছেন হাসপাতালেরই এক চিকিৎসক— এমনটাই অভিযোগ। প্যাথোলজি বিভাগের নমুনা পরীক্ষার ফর্মে বানানো হয়েছে ভুয়ো প্রেসক্রিপশন। আর সেটা ব্যবহার করেই ইঞ্জেকশন তুলে নেওয়া হয়েছে। এ সংক্রান্ত একটি অডিও ভাইরালের পরই ঘটনাটি প্রকাশ্যে আসে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।ঘটনা খতিয়ে দেখতে তড়িঘড়ি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দফতরও।