মহিলা হিসেবে ব্রাজিলে তাঁর নামই সবচেয়ে বেশি গুগল করা হয়। তাই এবারে বামপন্থীদের হয়ে ভোটে দাঁড়াতে চলেছেন প্রাক্তন ব্রাজিলিয়ান পর্নস্টার ‘ এলিসা স্যাঞ্চেস। তিনি জানিয়েছেন, নির্বাচনে জিতলে মহিলাদের অধিকারের উন্নতির জন্য তিনি লড়াই করবেন। শুধু তাই নয়, স্বাস্থ্য,কর্মসংস্থান, এলাকার উন্নয়নের উপর জোর দেবেন।
জানা গিয়েছে, প্রাক্তন ব্রাজিলিয়ান পর্নস্টার ‘রঞ্চি’ এলিসা স্যাঞ্চেসকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে ব্রাজিলের বামপন্থী দল ‘ডেমোক্রেটিক লেবার পার্টি’।
এদিকে রঞ্চি’ এলিসা স্যাঞ্চেস আরও বলেন,আমার প্রধান উদ্দেশ্য হল সহিংসতার পরিস্থিতিতে মহিলাদের সমর্থন করা। আমি ভুক্তভোগী ছিলাম এবং আমার মেয়েকে একা বড় করে তুলেছি। আমি নারীর ব্যথা বুঝি। আমি এমন আইন প্রস্তাব করতে চাই যা এসকর্টদের কাজের অবস্থার উন্নতি করে। আমরা বিদ্যমান।