ফাঁস হল নয়া কীর্তি

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই রেশন দুর্নীতি কাণ্ডে একের পর এক ঝটকা খাচ্ছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

নয়া কীর্তি ফাঁস করল ইডি। দাবি করা হয়েছে, ভগবানের মতো নাকি বালুর অ্যাকাউন্টে জমা দেওয়া হতো ‘প্রণামী’! জানা গেল, রেশন কাণ্ডে নাকি নানান সময়ে জ্যোতিপ্রিয়র অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা ঢুকত। ইডির দাবি, কখনও ৫ লক্ষ, কখনও ১০ লক্ষ, কখনও আবার ২০ লক্ষ টাকা জমা পড়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

সাংকেতিক কিংবা অসম্পূর্ণ নামে জ্যোতিপ্রিয় এবং তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা ৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাগুলি জমা করা হতো। ২০১৫ থেকে ২০২২ সাল অবধি এই ‘লেনদেন’ চলেছে বলে অনুমান করা হচ্ছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাশাপাশি নগদের মাধ্যমেও টাকা জমা করা হতো।