বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে আচমকা রাজ্যে দুর্নীতি মামলায় চর্চার শিরোনামে রুশ মডেল বান্ধবী।
ইডি সূত্রের দাবি, কয়লা পাচারের টাকা রাজ্যের এক প্রভাবশালী নেতার মাধ্যমে বিদেশে তার রুশ বান্ধবীর কাছে গচ্ছিত রয়েছে। দুর্নীতির টাকা হাওয়ালার মাধ্যমে এ রাজ্যের ‘প্রভাবশালী’ নেতার কাছ থেকে পৌঁছেছে তার রুশ ‘বান্ধবী’র কাছে।
ওদিকে বিধানসভায় শুভেন্দু অধিকারী এই রুশ মডেলের প্রভাবশালী বন্ধুর বিষয়ে একেবারে স্পষ্ট জবাব, ‘কোন ভাইপোর পশ্চিম বাংলায় ক্ষমতা আছে, বিদেশে টাকা পাঠানোর ও রুশ বান্ধবী রাখার! ভাইপো ছাড়া কে ঘন ঘন বিদেশ যায়! কার ক্ষমতা আছে ১০০ কোটি টাকা পাচারের। আপনি খুঁজতে থাকুন।’ কারও নাম উল্লেখ না করলেও শুভেন্দুর ইঙ্গিত কোনদিকে তা যেন সকলের কাছে স্পষ্ট।