কেষ্ট-কন্যার মামলা থেকে সরে গেলেন আইনজীবী

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে বহুদিন জেলবন্দি বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত ও মেয়ে সুকন্যা মণ্ডল। দুজনেরই ঠিকানা এখন দিল্লির তিহাড়।

তবে এবার দুজনার মতবিরোধের জেরে মামলা থেকে সরে দাঁড়ালেন সুকন্যা মণ্ডলের আইনজীবী অমিত কুমার। জানা গিয়েছে, অমিত কুমার ইতিমধ্যেই সুকন্যাকে জানিয়ে দিয়েছেন যে তিনি আর মামলা লড়তে চান না। কেষ্ট-সুকন্যার মধ্যে বহুদিন ধরে আইনজীবী নিয়ে সমস্যা চলছিল।

গরু পাচার মামলায় শুরু থেকেই কেষ্টর আইনজীবী হিসেবে রয়েছেন মুদিত জৈন ও সম্পৃক্তা ঘোষাল ও সুকন্যার আইনজীবী হিসেবে কাজ করছিলেন অমিত কুমার। আইনজীবী অমিত কুমার যে ভাবে মামলা সাজাচ্ছিলেন তাতে সন্তুষ্ট ছিলেন সুকন্যা। তবে আইনজীবীর ভূমিকা নিয়ে কেষ্টও সন্তুষ্ট ছিলেন না।