কালীঘাটের কাকুর শারীরিক অসুস্থতার কারণ জানতে চাওয়া হলো আইনজীবীর কাছে

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই শিরোনামে রয়েছেন ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র।

প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় চার্জ গঠনের ঠিক আগেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন সুজয়কৃষ্ণ ভদ্র। বর্তমানে আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি। নিয়োগ মামলার চার্জ গঠনের দিন প্রথমেই তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে আদালতে কালীঘাটের কাকুর আইনজীবী তাকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করার আবেদন জানিয়েছিলেন।

দু’পক্ষের সাবাল-জবাব শোনার পরেই তার অসুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছে সিবিআই-এর বিশেষ আদালতের বিচারক। আদালতে দাঁড়িয়ে সুজয়কৃষ্ণ ভদ্রের আইনজীবী জানিয়েছিলেন দশ বছরের বেশি হয়ে যাওয়ায় কাকুর পেসমেকারের ব্যাটারি নাকি আর কাজ করছে না।