লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে কয়লা পাচার মামলায় আইনমন্ত্রী মলয় ঘটককে বারবার সমন পাঠাচ্ছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। বারবার হাজিরাও এড়াচ্ছেন তিনি। আগামী ২৭ জুন ফের আইনমন্ত্রী মলয় ঘটককে দিল্লিতে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
অন্যদিকে কেন তাঁকে একাধিকবার ডাকা হচ্ছে এই প্রশ্ন তুলে দিল্লি হাইকোর্টের দ্বারস্থও হন তিনি। তখনই দিল্লি হাইরকোর্টের নির্দেশে বলা হয়, তদন্তে প্রয়োজনে তাঁকে ডাকা যেতেই পারে, দিতে হবে প্রয়োজনীয় সময়। তবে এবারও মলয় ঘটক তদন্তকারী অফিসারের সামনে হাজির না হন তাহলে তাঁর বিরুদ্ধে কড়া অবস্থান নিতে চলেছে ইডি।
অপরদিকে, পঞ্চায়েত নির্বাচনের কয়েকদিন আগেই পুরুলিয়ায় খুন হয়ে যান তৃণমূল নেতা ধনঞ্জয় চৌবে। ইতিমধ্যেই তাঁর পরিবারের সঙ্গে কথা বলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার ধনঞ্জয়ের বাড়িতে গেলেন আইনমন্ত্রী মলয় ঘটক। দিয়েছেন পাশে থাকার আশ্বাস। পাশাপাশি দোষীরা যাতে কড়া শাস্তি পান সে বিষয়টিও সরকার দেখছে বলে জানান।