নিকোরি মিরি বিকাশ কেন্দ্রের উদ্বোধন

আসামে বন্যা একটি বার্ষিক ঘটনা।এই কথা মাথায় রেখে ইন্ডিয়া ফাউন্ডেশন সাসটেইনেবল এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজিক্যাল ডেভেলপমেন্ট সোসাইটি (এসইইডিএস)-র সহযোগিতায় পিডব্লিউসি আসামের গোলাঘাট জেলার নিকোরি গ্রামের ডিসোই গ্রাম পঞ্চায়েতের অধীনে একটি বন্যা-প্রতিরোধী আশ্রয় কেন্দ্র খুলেছে। এই আশ্রয় কেন্দ্রের নাম হল নিকোরি মিরি বিকাশ কেন্দ্র। গত ৮ ডিসেম্বর  এই আশ্রয় কেন্দ্রের উদ্বোধন হয়।

আসামে প্রতিবছরই বন্যায় কয়েকশো মানুষ প্রাণ হারান।সবচেয়ে বেশী ক্ষতি হয় প্রত্যন্ত এলাকায় বসবাসকারী উপজাতি সম্প্রদায়ের। বাঁশ দিয়ে তৈরি এই আশ্রয় কেন্দ্রটিতে টয়লেট, রান্নাঘরসহ সমস্ত ব্যবস্থাই রয়েছে। বন্যার সময় বিশেষ করে বয়স্ক, প্রতিবন্ধী, গর্ভবতী মহিলা এবং শিশুদের এই নিকোরি মিরি বিকাশ কেন্দ্রের আশ্রয় কেন্দ্রে এনে রাখা হবে। এটি পরিচালনার জন্য একটি পরিচালন কমিটিও গঠন করা হয়েছে।

উল্লেখ্য, বছরের অন্য সময় এই আশ্রয় কেন্দ্রটিকে প্রশিক্ষণ শিবির হিসেবে ব্যবহার করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। পিডব্লিউসি ইন্ডিয়ার সিওও সত্যবতী বেরেরা বলেন, আমরা বরাবরই গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান এবং সমাজে মানুষের আস্থা অর্জনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।