লঞ্চ হল আনঅ্যাকাডেমির লার্নিং প্রোডাক্ট আইকনস

ভারতের বৃহত্তম লার্নিং প্ল্যাটফর্ম আনঅ্যাকাডেমি লঞ্চ করল একটি নতুন লার্নিং প্রোডাক্ট ‘আনঅ্যাকাডেমি আইকনস’। যার প্রথম আইকনস সেগমেন্টটি হল ‘ক্রিকেট উইথ শচীন’। সাত ঘণ্টার এই সেগমেন্টটিতে একত্রিশটি ইন্টারেক্টিভ সিরিজের মাধ্যমে শচীন তেন্ডুলকার আনঅ্যাকাডেমির লার্নার্সদের পরামর্শ দেবেন।

উল্লেখ্য, পাঠ্যক্রমটি শচীন তেন্ডুলকার এবং তার ভাই অজিত তেন্ডুলকার দ্বারা সহ-নির্মিত।২৩ ফেব্রুয়ারি থেকে আনঅ্যাকাডেমি আইকনসের প্রথম সেগমেন্ট ‘ক্রিকেট উইথ শচীন’-র এক বছরের জন্য প্রি-বুকিং শুরু হবে। এই সেগমেন্টের নূন্যতম প্রি-বুকিং মূল্য ২৯৯টাকা। প্রথম দশটি লেসন শুরু হবে ২৮ ফেব্রুয়ারি থেকে। পরবর্তী সপ্তাহগুলিতে ২১টি লেসন প্রকাশিত  হবে।

বলাবাহুল্য এই আনঅ্যাকাডেমি আইকনস একটি মাত্র সদস্যতার মাধ্যমে দেশব্যাপী শিক্ষার্থীদের শেখার সুযোগ করে দেয়। শুরুতে ইংরেজি ও  হিন্দিতে এবং পরে মারাঠি, কন্নড়, তেলেগু এবং তামিল ভাষায় এই লেসন গুলি পাওয়া যাবে।আনঅ্যাকাডেমি গ্রুপের কো-ফাউন্ডার ও সিইও গৌরব মুঞ্জাল বলেন, আমাদের লক্ষ্য হল আনঅ্যাকাডেমি আইকনের মাধ্যমে দেশব্যাপী শিক্ষার্থীদের কাছে কাস্টমাইজ করে বিষয়গুলি পৌঁছে দেওয়া। যাতে তারা উপকৃত হতে পারেন।