লঞ্চ হল টেকনো পপ ৬ প্রো স্মার্টফোন

ট্রানশন ইন্ডিয়ার প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো মোবাইলের পক্ষ থেকে সাব-৮কে স্মার্টফোন সেগমেন্টে লঞ্চ করা হল নতুন টেকনো পপ ৬ প্রো স্মার্টফোন। দাম ৬০৯৯ টাকা

টেকনো পপ ৬ প্রো ফোনে রয়েছে ৬.৫৬” এইচডি+ ডট নচ ডিসপ্লে, যার সঙ্গে আছে ৫০০০এমএএইচ ব্যাটারি। এছাড়া রয়েছে স্টাইলিশ ৮এমপি ডুয়াল রিয়ার ক্যামেরা, মাইক্রো-স্লিট ফ্রন্ট ফ্ল্যাশলাইট, ৫এমপি ডট নচ সেলফি শুটার, দুর্দান্ত ডিজাইন, উবের-গ্লসি ফিনিশ। ৬০৯৯ টাকায় টেকনো পপ ৬ প্রো পাওয়া যাবে অ্যামাজন ডট ইন-এ। এসবিআই ব্যাংকিং কার্ড ব্যবহার করে ইনস্ট্যান্ট ১০% ডিসকাউন্ট নিতে পারবেন গ্রাহকরা।

টেকনো পপ ৬ প্রো স্মার্টফোনের বৈশিষ্ট্যগুলি হল: লার্জ ৬.৫৬ এইচডি+ ডট নচ ডিসপ্লে, ৫০০০ এমএএইচ মেগা ব্যাটারি, ক্লিয়ার ইমেজের জন্য ৮এমপি স্টাইলিশ ডুয়াল রিয়ার ক্যামেরা, ব্রাইটার সেলফির জন্য মাইক্রো স্লিট ফ্রন্ট ফ্ল্যাশ, ট্রেন্ডি ও স্টাইলিশ ডিজাইন।