শিলিগুড়িতে লঞ্চ হল TASVA-র প্রথম স্টোর

আদিত্য বিড়লা ফ্যাশন অ্যান্ড রিটেল লিমিটেড এবং খ্যাতিমান ডিজাইনার তরুণ তাহিলিয়ানির এথনিক মেন্সওয়ার ব্র্যান্ড TASVA -র প্রথম স্টোর লঞ্চ করেছে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে, যা পুরুষদের জন্য এথনিক এবং বিয়ের পোশাক অফার করবে।

TASVA এর ২৭১৯ বর্গফুটের স্টোরটিতে রয়েছে গ্র্যান্ড ফ্যাসাড, মার্জিত ইন্টেরিয়রস এবং সামাররেঞ্জ- দ্য পার্ল কালেকশন সহ অত্যাধুনিক ও স্টাইলিশ ভারতীয় পুরুষদের পোশাক। এই স্টোরে পুরুষদের অত্যাধুনিক কুর্তা, বুন্দি, শেরওয়ানি, বাঁধগলা, আচকান, চুড়িদার, আলিগড়ী এবং অন্যান্য পোশাকের বৈচিত্র্য রয়েছে। তরুণ তাহিলিয়ানি ‘ইন্ডিয়া মডার্ন’ ডিজাইনের নীতির সাথে সামঞ্জ্যস্য রেখে স্টোরেটি ডিসাইন করেছে যা TASVA ব্র্যান্ডের ফিলোসফিকে প্রতিফলিত করেছে।

চিফ ডিজাইন অফিসার, TASVA, তরুণ তাহিলিয়ানি বলেছেন, “TASVA আমার দীর্ঘদিনের স্বপ্ন, যা ABFRL এর মাধ্যমে সম্ভব হয়েছে। আমরা এই ব্র্যান্ডটি তৈরী করার জন্য  কঠোর পরিশ্রম করেছি। আমি প্রায়ই শুনেছি যে এথেনিক পোশাকপরিধান ভীষণ অস্বস্তিকর, এবং TASVA এটির সমাধান করার একটি প্রচেষ্টা মাত্র। আমরা এমন গার্মেন্টস তৈরী করেছি যা গ্রাহকদের জন্য স্টাইলিশ এবং আরামদায়ক।”