লঞ্চ হল মারুতি সুজুকি’র অল-নিউ অল্টো কে১০

মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড লঞ্চ করল অল-নিউ অল্টো কে১০। ২২ বছর ধরে গ্রাহকদের খুশি করে চলা অল্টো কে১০ নবরূপে ফিরে এলো। এতে থাকছে ফ্রেশ নিউ এক্সটেরিয়র, স্পেশাস ইন্টেরিয়র, এনহ্যান্সড পারফর্ম্যান্স এবং একগুচ্ছ কমফর্ট, সেফটি, কনভিনিয়েন্স ও কানেক্টিভিটি ফিচার্স। নতুনভাবে অল্টো কে১০ নির্মিত হয়েছে সুজুকির প্লাটফর্ম, পাওয়ারট্রেন ও টেকনোলজি ব্যবহার করে। এতে রয়েছে পাওয়ারফুল ও এফিসিয়েন্ট নেক্সট-জেন কে-সিরিজ ১.০এল ডুয়াল জেট, ডুয়াল ভিভিটি ইঞ্জিন, স্পেসাস কেবিন, মডার্ন ফিচার্স ও কনটেম্পোরারি ডিজাইন। মারুতি সুজুকি’র অল-নিউ অল্টো কে১০ এসেছে অথেন্টিক হাচব্যাক ডিজাইন, নতুন পেপি হেডল্যাম্প ও ডায়নামিক হানিকম্ব প্যাটার্ন গ্রিল-সহ।

মারুতি সুজুকি’র অল-নিউ অল্টো কে১০পাওয়া যাচ্ছে ৫-স্পিড ম্যানুয়াল ও অটোমেটিক গিয়ার শিফট (এজিএস) ট্রান্সমিশন অপশন্স-সহ। ১৫টিরও বেশি প্রযুক্তি-চালিত সেফটি ফিচার্স-সহ মারুতি সুজুকি’র অল-নিউ অল্টো কে১০-এ রয়েছে ডুয়াল এয়ারব্যাগ, অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম, প্রি-টেনশনার ও ফোর্স লিমিটার ফ্রন্ট সিট বেল্টস। অল্টো কে১০ পাওয়া যাচ্ছে ৬টি কলার ও ৩টি নতুন কলার অপশনে – সিজলিং রেড, স্পিডি ব্লু ও আর্থ গোল্ড। গ্রাহকরা তাদের পছন্দ অনুসারে সামগ্রীক ডিজাইনে বদল ঘটাতে পারেন দুইটি মারুতি সুজুকি জেনুইন অ্যাক্সেসরি থিম ব্যবহার করে – ইমপ্যাক্টো ও গ্লিন্টো।

মারুতি সুজুকি’র অল-নিউ অল্টো কে১০ (৫এমটি) পাওয়া যাবে ৬টি ভেরিয়েন্টে – ৩৯৯০০০ টাকা থেকে ৫৩৩৫০০ টাকায়। এজিএস পাওয়া যাবে ২টি ভেরিয়েন্টে – ৫৪৯৫০০ টাকা ও ৫৮৩৫০০ টাকায়।