রাজ্যের সবচেয়ে চর্চিত মামলা থেকে সরে গেলেন বিচারপতি

টানটান উত্তেজনা। আর একবার চাঞ্চল্যকর মোড় নিল এই মুহূর্তের রাজ্যের সবচেয়ে বড় মামলা। আপাতত তৈরি হল অনিশ্চয়তা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আইনমন্ত্রী মলয় ঘটকের আর্জির শুনানি হওয়ার কথা ছিল আজ মঙ্গলবার। শুনানির আগেই মঙ্গলবার নারদ মামলা থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বাঙালি বিচারপতি অনিরুদ্ধ বোস। জানা গিয়েছে, প্রধান বিচারপতি নতুন করে ডিভিশন বেঞ্চ গঠনের পর ফের শুনানি হবে। নারদ মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য সরকার ও আইনমন্ত্রী মলয় ঘটক।

প্রসঙ্গত, নারদ মামলায় ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ হলফনামা নিতে অস্বীকার করায় সুপ্রিম কোর্টে গিয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানির কথা ছিল। কিন্তু বিচারপতি অনিরুদ্ধ বসু মামলা থেকে অব্যাহতি চাওয়ায় এদিন হচ্ছে না শুনানি।