নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। গণতন্ত্রের উৎসব! এই গণতন্ত্রে উৎসব শেষ হয়ে ফলাফল ঘোষিত হলেও এখনো সন্ত্রাসের ধারা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতেই পঞ্চায়েত ভোট নিয়ে একের পর এক মামলা হয়ে চলেছে আদালতে৷
এরই মধ্যে ভোট রহস্য সমাধানের নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা৷ সংশ্লিষ্ট বুথে ভোট বয়কট করেছিলেন ভোটাররা! অথচ দেখা গেল সেই বুথেই ভোটের হার ৯৫ শতাংশ। ভোটারদের একাংশের ভোট বয়কট সত্ত্বেও কী ভাবে এত বেশি ভোট পড়ল? রাজ্য পুলিশের ডিজি এবং আইজিকে বিষয়টি অনুসন্ধান করার নির্দেশ দিলেন বিচারপতি৷
এই প্রশ্নের উত্তর খুঁজতে রাজারহাটের বিডিওকে তলব করেছেন বিচারপতি সিনহা। তিনি জানিয়েছেন, এই ঘটনার অনুসন্ধানে এক জন পুলিশ আধিকারিককে নিয়োগ করবেন ডিজি এবং আইজি। আগামী ৩ অগাস্ট এই মামলায় আদালতে রিপোর্ট জমা দেবেন রাজ্যের ডিজি এবং আইজি।