চূড়ান্ত রিপোর্ট দেওয়ার নির্দেশ বিচারকের

বেঁধে দেওয়া হলো সময়, দিতে হবে সমস্ত রিপোর্ট। সম্প্রতি ঘটে যাওয়া কাঁথি ধর্ষণ মামলায় অভিযুক্ত পূর্ব মেদিনীপুরের তৃণমূল ছাত্রনেতা শুভদীপ গিরি আদালতে আত্মসমর্পণ করেছিলেন। এবার এই মামলায় বিচারপতি রাজাশেখর মান্থা এই ব্যাপারে কার্যত ডেডলাইন দিয়েছেন।

এই ধর্ষণ মামলার শুনানিতে এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি জানিয়েছেন, আগামী ১৫ দিনের মধ্যে পুলিশকে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে হবে আদালতে। পাশাপাশি নির্যাতিতা এবং অভিযুক্তের হোয়াটসঅ্যাপ কথোপকথনের বিস্তারিত রেকর্ডে রাখতে হবে তাঁদের। এমনই নির্দেশ এসেছে আদালতের তরফে। এদিকে শুভদীপ গিরির আইনজীবী রাজদীপ মজুমদার জানান, তাঁর মক্কেল যদি আত্মসমর্পণ করেন, তবে তিনি জামিনের আবেদন করতে পারবেন। সেই অনুযায়ী হয়তো তারা জামিনের আবেদন করবেন।

তৃণমূল ছাত্রনেতার বিরুদ্ধে মূল অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করার। নাবালিকাকে দিঘার হোটেলে ডেকে পাঠিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। নির্যাতিতার মা অভিযোগে জানিয়েছেন, ধর্ষণের পর সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিয়ো ভাইরাল করে দেওয়ার ভয় দেখানো হয়েছিল তাঁর মেয়েকে। এমনকি ফোনে হুমকি দেওয়া হয়, বাড়িতেও লোক পাঠিয়ে হুমকি দেওয়া হয় বলে দাবি করেছিলেন নির্যাতিতার বাবা।