প্রমান খুঁজতে এবার নিজেই মাঠে নামলেন বিচারপতি

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ফের অ্যাকশনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

প্রমাণ খুঁজতে জলপাইগুড়ি থেকে কোচবিহারের মেখলিগঞ্জে পাড়ি দিলেন তিনি। পঞ্চায়েত ভোটে স্ট্রং রুমে অসংগতি হয়েছে এই নিয়ে কোচবিহার জেলার মেখলিগঞ্জ এলাকার নির্দল-সহ মোট ১০ জন প্রার্থী কলকাতা হাই কোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে অভিযোগ দায়ের করেছিলেন। মামলা উঠেছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে।

জমা দেওয়া ভিডিও ফুটেজ না খোলায় কীভাবে তা দেখা যাবে জানতে চান বিচারপতি। বিচারপতিকে জানানো হয় মেখলিগঞ্জে একটি সফটওয়্যার আছে যা দিয়ে এই ফুটেজ খোলা যাবে। এরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, তিনি এখনই মেখলিগঞ্জ যাবেন।