বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই রাজ্যে চলতে থাকা শিক্ষক কেলেঙ্কারির অভিযোগে বহুদিন জেলবন্দি রয়েছেন “কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র।
সম্প্রতি কালীঘাটের কাকুর একাধিক ঠিকানা ও লিপস অ্যান্ড বাউন্ডস নামে এক সংস্থায় একযোগ হানা দিয়েছিল ইডি। এর পরই ইডি জানায়, লিপস অ্যান্ড বাউন্ডসের চিফ অপারেটিং অফিসার ছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র। আর সংস্থার CEO পদে রয়েছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এএদিন আদালতে সিবিআই তদন্তের অগ্রগতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে বিচারপতি সিনহা বলেন, ‘ইডি রিপোর্ট দেখে জানতে পারলাম যে, অভিষেক বন্দ্যোপাধ্য়ায় একজন সাংসদ, এখনও লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও আছেন।’ তদন্তের অগ্রগতির রিপোর্ট ১৪ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে ইডিকে।