শেষ হলতদন্ত, জমা পরল রিপোর্ট

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া ডেডলাইনের মধ্যে শেষ করা হয়েছে নিয়োগ দুর্নীতির তদন্ত।

কলকাতা হাই কোর্টে তদন্তের রিপোর্ট জমা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই জানাল, তারা সময়ের মধ্যেই শেষ করেছে এসএসসির তদন্ত! গত ৯ নভেম্বর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলার তদন্ত শেষ করার জন্য সিবিআইকে সময় বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট।

সর্বোচ্চ আদালত জানিয়েছিল তদন্তে শেষ হলে তার রিপোর্ট কলকাতা হাই কোর্টের বিশেষ বেঞ্চে জমা দিতে হবে। আদালতের নির্দেশ মেনে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে রিপোর্ট জমা করল সিবিআই। এদিন সিবিআই আদালতে জানিয়েছে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম – দশম ও একাদশ – দ্বাদশ নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ! আগামী ১৫ জানুয়ারি এসএসসি মামলার শুনানি শুরু হবে।