চলছে তদন্ত, আসন্ন সপ্তাহের শুরুতেই জমা পড়বে প্রথম চার্জশিট

বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এই মামলায় বড় পদক্ষেপ। ইডি সূত্রে খবর, সন্দেশখালিতে এবার ইডি পেটানোর মামলায় সন্দেশখালিরই বেতাজ বাদশা শেখ শাহজাহানের বিরুদ্ধে প্রথম চার্জশিট জমা দিতে চলেছে কেন্দ্রীয় এজেন্সি।

জানা যাচ্ছে, আগামী সপ্তাহের শুরুতেই কলকাতায় বিশেষ ইডি আদালতে শাহজাহানের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে চলেছে তদন্তকারী সংস্থা। জানুয়ারির ৫ তারিখ ইডি পেটানোর ঘটনার পর টানা দুমাসের টানটান উত্তেজনা, তারপর হঠাৎ পুলিশের জালে ধরা পড়ে সন্দেশখালির বাঘ। তারপর প্রথমে সিআইডি, সিবিআই হয়ে বর্তমানে ইডি হেফাজতে সন্দেশখালির বাঘ।

সন্দেশখালিতে জমি দখল সংক্রান্ত অভিযোগের তদন্তের সূত্র ধরে ইতিমধ্যেই ২৮৮ কোটি টাকার সন্ধান পেয়েছে ইডি। এখনও পর্যন্ত সন্ধান পাওয়া এই বিপুল পরিমাণ টাকার উল্লেখও চার্জশিটে থাকবে। যার মধ্যে ইতিমধ্যেই ২৭ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।