আরজি কর কাণ্ডে চলছে তদন্ত

Estimated read time 1 min read

সম্প্রতি মহানগরীর বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্যে। আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় সৃষ্টি হয়েছে এই পরিস্তিতি। এরপরেই এই তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। শুরু হয় তদন্ত হস্তান্তর প্রক্রিয়া।

দিল্লি থেকে এসেছে ২৫ সদস্যের একটি বিশেষ দল। ইতিমধ্যেই অভিযুক্তকে হেফাজতে নিয়েছেন গোয়েন্দারা। হাইকোর্টের নির্দেশ আসার পর থেকেই তদন্তভার হস্তান্তর প্রক্রিয়া শুরু করে দিয়েছিল কলকাতা পুলিশ। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ মতো অভিযুক্তকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়।

সঙ্গে তদন্তের যাবতীয় নথিপত্র এবং সাক্ষীদের বয়ানও কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে দেয় কলকাতা পুলিশ। সিবিআই আধিকারিকরা তাঁর মেডিক্যাল পরীক্ষা করানোর পর নিয়ে আসা হয় সিজিও কমপ্লেক্সে। সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। সেই সঙ্গেই আরজি করে গিয়ে তদন্ত করবে গোয়েন্দাদের আর একটি দল।

You May Also Like

More From Author