ঝড়ের গতিতে চলছে তদন্ত, নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল নতুন এক নেতার

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে ইডির হাতে গ্রেফতার হয়েছে ‘হেভিওয়েট’ অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

সম্প্রতি বঙ্গের নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের গতি বাড়াতে ভিনরাজ্য থেকে বাংলায় এসেছেন ৭ সিবিআই তদন্তকারী অফিসার। এরই মাঝে, সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার। এক তৃণমূল নেতাকে এসএসসি দুর্নীতি মামলায় জেরা করেছে সিবিআই। শাসকদলের ওই নেতাকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই আধিকারিকরা।

অন্যদিকে, সূত্রের খবর সদ্য নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানো এই তৃণমূল নেতা প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমানে নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায়েরর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন বলেও দাবি কেন্দ্রীয় সংস্থার। সিবিআই এর দাবি, গ্রামে ও ব্লকে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছেন এই নেতা। ফের আগামী সপ্তাহে তাকে তলব করা হয়েছে।