বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফুল অ্যাকশনে ইডি- সিবিআই। এবার পুর-নিয়োগ দুর্নীতি মামলায় বিজেপি বিধায়কের বাড়িতে পৌঁছে গেল সিবিআই।
রানাঘাট উত্তর-পশ্চিমের বিজেপি বিধায়ক তথা রানাঘাট পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পার্থসারথি চট্টোপাধ্যায়ের বাড়িতে সিবিআই হানা। কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে বিধায়কের বাড়িতে পৌঁছয় সিবিআইয়ের ৮ সদস্যের প্রতিনিধি দল।
কলকাতা হাইকোর্টের নির্দেশে পুর নিয়োগ দুর্নীতির তদন্ত চালাচ্ছে সিবিআই। ইতিমধ্যেই একাধিক পুরসভায় হানা দিয়ে বাজেয়াপ্ত হয়েছে প্রচুর পরিমাণ নথি। সেই নথির সূত্র ধরেই বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেয় সিবিআই।