ফাঁকি পড়ছে তদন্তে, ইডির ভূমিকায় রুষ্ঠ বিচারপতি

Estimated read time 0 min read

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকায় রুষ্ঠ।

প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত এক মামলায় ইডির আধিকারিকদের চূড়ান্ত সতর্কবার্তা দিয়ে বিচারপতি বলেন, “‘আপনাদের কিছু আধিকারিককে সতর্ক হতে বলুন। আদালতের কাছেও রিলায়েবল সোর্স থেকে বিভিন্ন তথ্য আসছে। কিছু আধিকারিকের মধ্যে তদন্তে গাফিলতির প্রবণতা রয়েছে।

কাকে তদন্ত করা হবে, কাকে তদন্ত করা হবে না তা নিয়ে বাছবিচার করা হচ্ছে।” প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এদিন বিচারপতি সিনহার এজলাসে মুখ বন্ধখামে রিপোর্ট পেশ করে সিবিআই ও ইডি। সব শেষে সিবিআই ও ইডিকে নতুন করে রিপোর্ট জমা করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। আগামী ৩০ জুলাই মামলার পরবর্তী শুনানি।

You May Also Like

More From Author