প্রকাশ্যে এসেছে তথ্য, বাতিল হল বহু ভুয়ো রেশন কার্ড

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই রেশন দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য।

এর আগে বহুবার রাজ্যে ভুয়ো রেশন কার্ড নিয়ে তথ্য সামনে উঠে আসে। প্রতিসংখ্যান অনুযায়ী প্রায় দু’কোটি ভুয়ো রেশন কার্ড বাতিল করেছে রাজ্য। এবার আরও বড় পদক্ষেপ। এবার ইডির দাবি, অনেক ক্ষেত্রেই পরিবারের কোনো সদস্যের মৃত্যুর পর সেই মৃত ব্যক্তির ভুয়ো রেশন কার্ড বানিয়ে রেশনের সামগ্রী পরিবারের বাকি সদস্যরা আত্মসাৎ করছেন।

ইডি সূত্রে খবর, রাজ্য সরকারের দেওয়া একাধিক নথিগুলিতেই জানানো রয়েছে যে, জেলায় জেলায় প্রায় প্রত্যেক রেশন দোকান থেকেই ভুয়ো রেশন কার্ড শনাক্ত করা হয়েছিল। যার সংখ্যা প্রায় ১০ থেকে ১৫ শতাংশ। ইতিমধ্যেই ‘ভুয়ো’ রেশন কার্ড শনাক্ত করে সেগুলি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে রাজ্য।