বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলতে নামবে ভারতীয় দল

এই বছরের বিশ্বকাপে এখনও পর্যন্ত প্রথম ছয় ম্যাচের ছ’টিতেই জয় ভারতের। এগিয়ে চলেছে রোহিত শর্মাদের বিজয়রথ। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামবেন ভারতীয় দল। আর এই ম্যাচটি জিততে পারলেই বিশ্বকাপের প্রথম দল হিসাবে সেমিফাইনালে পৌঁছে যাবে ভারত।

তবে দেখার বিষয় শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে কি কোন বদল হবে!নাকি একই দল খেলাবেন রোহিতেরা? বিশ্বকাপের শুরু থেকেই ফর্মে রয়েছেন ভারতীয় দলের সকল প্লেয়ার। কিন্তু চলতি বিশ্বকাপে এখনও বড় রান করতে পারেননি ভারতের তরুণ ওপেনার শুভমন গিল। তাঁর ব্যাটে রান দেখতে চাইছে দল।
এবং ভারতীয় ব্যাটারদের মধ্যে একমাত্র ভাল খেলতে পারছেন না শ্রেয়স আয়ার।মুম্বইয়ে খেলতে নামার আগে দীর্ঘক্ষণ নেটে শর্ট বলের বিরুদ্ধে অনুশীলন করতে দেখা গিয়েছে তাঁকে। কারণ এখন এই মুহূর্তে দলে বদল করতে চাইবেন না রোহিতেরা।তবে চলতি বিশ্বকাপে বোলারদের মধ্যে খুব একটা ভাল ফর্মে নেই মহম্মদ সিরাজ।ওয়াংখেড়েতে পেসারদের জন্য বাড়তি সুবিধা থাকায় সেই সুবিধা কাজে লাগাতে পারেন কিনা সিরাজ সেটাই দেখার বিষয়।