বৃহস্পতিবার নবান্ন উৎসবে মাতলেন গৃহবধূরা। আজ নবান্ন উৎসব।নতুন চাল, নতুন গুড়,কলা সহ দিয়ে রকমারি ফলের ডালা সাজিয়ে পূজোয়। করোনা বিধি মেনেই জলপাইগুড়ি ঐতিহ্যবাহী যোগোমায়া কালিবাড়িতে এই উৎসবে যোগদান করেছেন বাড়ির গৃহবধূরা। সকাল থেকেই পুরোহিতের মন্ত্রউচ্চারণের মধ্য দিয়ে চলছে নবান্ন উৎসব। যদিও এবার করোনার প্রকোপ কিছুটা হলেও কম। তবে ভক্তদের ভিড় সেভাবে লক্ষ করা যায়নি মন্দিরে চত্বরে।
নবান্ন উৎসবে মাতলেন গৃহবধূরা
