বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবার মাথায় বাজ রাজ্যের শাসকদলের নেতার। ব্যাঙ্ক থেকে ঋণ নিলেও হয়নি শোধ।
এই নিয়ে গত এপ্রিল মাসে তৃণমূলের নন্দীগ্রামের নেতা তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি শেখ সুফিয়ানকে ঋণ খেলাপি নোটিস পাঠিয়েছিল ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এবার ৪৯ লক্ষ টাকা ঋণ পরিশোধ না করায় তৃণমূল নেতার জাহাজবাড়ির দখল নিতে চাইছে কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্ক।
চলতি সপ্তাহেই তমলুকে এআরসিএস আদালতে এই বিষয়ে মামলা দায়ের করতে পারে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। নন্দীগ্রামের তৃণমূল নেতার ওই সুবিশাল জাহাজবাড়ি বন্ধক রাখা আছে। ঋণের টাকা শোধ করার জন্য বারবার নোটিস পাঠালেও কোনও সাড়া দেননি সুফিয়ান। তাই এবার একেবারে আইনি পথে জাহাজবাড়ি দখল নেওয়ার কথা ভাবা হচ্ছে।