সমাপ্তি হয়েছে পুজোর, পুজো শেষেই আচমকাই মর্মান্তিক ঘটনা। প্রতিমা বিসর্জনের সময়েই ঘটে এই দুর্ঘটনা। পুজো শেষে প্রতিমা বিসর্জনের সময়, দুর্গা প্রতিমার ভাসান দিতে গিয়ে মালবাজারে যে ঘটনা ঘটেছিল তার আতঙ্ক এখনও রয়ে গিয়েছে। হড়পা বানের স্রোতে ভেসে গিয়ে মৃত্যু হয় ৮ জনের। সেই ভয়ানক স্মৃতি এবার ফিরে এল খাস কলকাতায়। নিমতলা শ্মশানে শবদেহ দাহ করতে গিয়ে এবার গঙ্গার বানে তলিয়ে গেল কয়েক জন। জানা গিয়েছে, নিমতলা ঘাটে বানের তোড়ে গঙ্গায় তলিয়ে গিয়েছিল তারা।
বেলেঘাটা থেকে নিমতলায় দেহ দাহ করতে যায় একটি শ্মশান যাত্রী দল। রাত ১১ টা ১৫ নাগাদ বান আসার পর সবাই উঠে গেলেও ৬ জন উঠছিলেন না। ঘাটের কর্তব্যরত পুলিস বাধা দিলেও তাঁদের কথা তোয়াক্কা না করে ৬ জন জলে নামে। এরপরই হড়পা বানের স্রোতে ৩ জন তলিয়ে গেলেও বাকি ৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়। আপাতত বাকিদের খোঁজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
বান আসার নিয়মমাফিক সতর্কতামূলক প্রচার চালানো হয়েছিল বলে ইতিমধ্যেই দাবি করেছে উত্তর বন্দর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, বানের জল ভাসিয়ে নিয়ে যায় ছ’জনকে। তবে তিন জনকে উদ্ধার করা গিয়েছে। পুলিশের সঙ্গে স্থানীয়রাও তাদের গঙ্গার ঘাটে নামতে বারণ করে। কিন্তু কেউই কথা শোনেনি। পরে জলের তোড়ে ভেসে যাওয়ার সময় স্থানীয়রাই ঝাঁপিয়ে পড়ে দু’জনকে টেনে তোলেন। বাকিদের খোঁজ এখনও চলছে।