বিগত বেশ কিছুদিন ধরে অশান্তির রেশ চলছে মণিপুরে, দেখতে দেখতে প্রায় দু মাস হতে চললো। রাজ্য ও কেন্দ্রের তরফে একাধিক কড়া পদক্ষেপ করলেও, নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না পরিস্থিতি। এই অবস্থায় উত্তর-পূর্বের রাজ্যে শান্তি ফেরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র কাছে সর্বদলীয় বৈঠক আয়োজনের আর্জি জানান বিরোধীরা।
এবার তাদের সেই প্রস্তাবকেই মান্যতা দিল কেন্দ্র। তবে প্রধানমন্ত্রী নয়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে হতে চলেছে সর্বদলীয় বৈঠক। জানা গিয়েছে, আগামী ২৪ জুন সর্বদলীয় বৈঠকে বসবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মণিপুরে কীভাবে শান্তি ফেরানো যায়, তা নিয়েই আলোচনা করা হবে। তার পরই স্থির হবে আগামী সিদ্ধান্ত।
মণিপুরে গোষ্ঠীহিংসার নেপথ্যের ষড়যন্ত্রকারীদের সন্ধান পেতে বিশেষ তদন্তকারী দল (সিট) গড়েছে সিবিআই। ১০ সদস্যের সিট-এর নেতৃত্বে রয়েছেন ডিআইজি পদমর্যাদার এক আধিকারিক। সিবিআইয়ের তরফে ছ’টি এফআইআরের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে।