আসন্ন প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে এলাহি আয়োজন করা হচ্ছে নাগরাকাটায়। ৪ দিন ধরে নানা আঙ্গিকের অনুষ্ঠান হবে। থাকছে ডুয়ার্সের বৈচিত্র্যময় সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি খেলাধূলার আসরও। নানা ভাষাভাষী ও সম্প্রদায়কে একসূত্রে গেঁথে কর্মসূচীটি হবে। পশ্চিম ডুয়ার্সের প্রবেশদ্বার এলেনবাড়ি থেকে পূর্ব ডুয়ার্সের শেষ প্রান্ত সংকোশ পর্য়ন্ত বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা এতে সামিল হবেন। মঙ্গলবার একটি সাংবাদিক সন্মেলন করে অনুষ্ঠানের যাবতীয় খুঁটিনাটির কথা ঘোষণা করেছে নাগরাকাটার স্কুল শিক্ষিকাদের স্বেচ্ছাসেবী সংস্থা প্রেরণা ওয়েলফেয়ার সোসাইটি। তাঁদের সাথে রয়েছে ইয়ুথ অফ ডুয়ার্স নামে তরুণ তরুণিদের একটি টিম। ২৩ জানুয়ারি নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তীর দিন অনুষ্ঠান শুরু হয়ে শেষ হবে ২৬ জানুয়ারির প্রজাতন্ত্র দিবসের দিন।
প্রথম দিন দৌড় ও ভলিবল প্রতিযোগিতা রাখা হয়েছে। উদ্যোক্তাদের পক্ষে প্রোগ্রাম কো-অর্ডিনেটার মনোজ ভুজেল বলেন, ২৩ থেকে ২৬ জানুয়ারির দিনগুলিতে বর্তমানে পিকনিকে মেতে ওঠার চল চালু হয়েছে। নতুন প্রজন্ম নেতাজীর জন্মদিন কিংবা প্রজাতন্ত্র দিবসের মত অনুষ্ঠানগুলিতে সেই অর্থে আর সক্রিয়ভাবে অংশ নেয় না। দেশাত্মবোধ ও সেই সাথে একতার বার্তা সর্বত্র পৌঁছে দিতেই এমন উদ্যোগ। প্রেরণা ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক মঞ্জু তামাং প্রসাদ বলেন, বিশ্বকবির সেই অমোঘ পংক্তি বিবিধের মাঝে দেখ মিলন মহান এর সার্থক রূপ হল এই ডুয়ার্স। সবাইকে একসাথে নিয়ে শুধু নতুন বছরেই নয়। পরবর্তীতেও প্রত্যেকটি প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে আমাদের এই অনুষ্ঠান অব্যাহত থাকবে। ওই দিনগুলিতে গোটা ডুয়ার্সের ডেস্টিনেশন যাতে নাগরাকাটা হয় সেটাই মূল লক্ষ্য।
এদিন উদ্যোক্তারা সাংবাদিক সন্মেলনে জানিয়েছেন ২৪ জানুয়ারি হবে পুরুষদের দেহ সৌষ্ঠব প্রতিযোগিতা। সেরাকে দেওয়া হবে মিস্টার ডুয়ার্সের খেতাব। ২৫ জানুয়ারি হবে ডুয়ার্স সুন্দরী প্রতিযোগিতার। এতে বিবাহিত কিংবা অবিবাহিত যে কোন নারীই অংশ নিতে পারবেন। ২৬ জানুয়ারির দিন মূল অনুষ্ঠানে থাকছে ডুয়ার্সের বিভিন্ন স্কুলের কুচকাওয়াজ, নানা ভাষার সাংস্কৃতিক অনুষ্ঠান ( আদিবাসী, নেপালী, বাংলা, মেচ, টোটো, রাভা ইত্যাদি), ডুয়ার্সের কৃষ্টি ও শিল্পের প্রদর্শনী, ক্যারাটে প্রদর্শন, চা বাগানের ম্যানেজার, সমাজসেবী ও নানা ক্ষেত্রের কৃতীদের সন্মাননা জ্ঞাপন। এদিনের সাংবাদিক সন্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুনম বিশ্বকর্মা, অর্চনা থাপা, সাগর পরাজুলি, ওমপ্রকাশ রায়ের মত অন্যান্যরা।