দেবের হাত ধরে ফের আসছে চাঁদের পাহাড়, জল্পনা তুঙ্গে

সম্প্রতি দেবকে ঘিরে নতুন ছবির খবর শোনা যাচ্ছে। ‘চাঁদের পাহাড়’ ছবির সিক্যুয়েল নিয়ে আবারও দর্শকের সামনে আসছেন তিনি। এসভিএফ প্রযোজিত নতুন ছবি ‘চাঁদের পাহাড়-৩’-তে শঙ্করের ভূমিকায় আবার অভিনয় করার জন্য একটি প্রস্তাব পাঠানো হয়েছিল। সেই প্রস্তাবে হ্যাঁ বললেন টলিউডের এই অভিনেতা।

জানা গেছে, আগের দুটি সিক্যুয়েলের মতো ছবিটি পরিচালনা করবেন কমলেশ্বর মুখোপাধ্যায়। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা কেউই ছবিটি সম্পর্কে বেশি তথ্য দিতে রাজি হননি।

দেবের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ‘চাঁদের পাহাড়’। এর দুটি ছবি ‘চাঁদের পাহাড়’ এবং ‘অ্যামাজন অভিযান’। দুটি ছবিই পরিচালনা করেছেন কমলেশ্বর মুখার্জি। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘চাঁদের পাহাড়’ ছবির প্লটটি বিভূতিভূষণ ব্যানার্জির ‘চাঁদের পাহাড়’ গল্পের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। সেখানে শঙ্করকে আফ্রিকার চাঁদ পাহাড়ের সন্ধানে ভ্রমণ করতে দেখা যায়। অন্যদিকে, ‘অ্যামাজন অভিযান’ ছবিতেও শঙ্কর একইভাবে এল দেরাদোর পাড়ি দিয়েছিলেন। এখন দেখা যাক তৃতীয় সিক্যুয়ালের প্লট কি ঘটনাকে ঘিরে আবর্তিত হয়।