সিবিআই হাজিরা এড়াতে ভর্তি হওয়া যাবে না উডবার্ন ওয়ার্ডে, পার্থকে জানাল হাইকোর্ট

গ্রুপ ডি এবং নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দপ্তরে হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার অর্থাৎ আজ বিকেল ৫টা বেজে ৩০-র মধ্যে তাঁকে নিজাম প্যালেসে সিবিআইয়ের দফতরে হাজির হতে হবে সূত্র মারফত জানা গিয়েছে। পাশাপাশি আব্দুল গনি আনসারীর দায়ের করা মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এও স্পষ্ট করে দিয়েছেন, কোনওভাবেই সিবিআই হাজিরা এড়াতে কোন ভাবেই ভর্তি হওয়া যাবে না এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে।

যদি, সিবিআই প্রয়োজন মনে করে তবে তাঁকে গ্রেফতারও করতে পারে বলে জানিয়েছে আদালত।উল্লেখ্য, এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে একটি রিপোর্ট জমা করেছিল অনুসন্ধান কমিটি। রিপোর্টে বলা হয়েছিল, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অনুমতিতে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফে পাঁচ সদস্যের যে উপদেষ্টা কমিটি তৈরি হয়েছিল, তাকেও বেআইনি বলে উল্লেখ করা হয়েছিল।

অনুসন্ধান কমিটির রিপোর্টে আরও বলা হয়েছে, ‘৬০৯টি ভুয়ো সুপারিশপত্র দেওয়া হয়েছিল। এই সুপারিশপত্রের হিসেব রাখার জন্য আলাদা রেজিস্টার ছিল। চেয়ারম্যানকে অন্ধকারে রেখেই এই সুপারিশপত্র দেওয়া হত।