সম্পত্তি বৃদ্ধি নিয়ে আয়কর দফতরের কাছে হলফনামা চেয়েছিল হাইকোর্ট

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ২০২২ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইদের সম্পত্তির বিপুল বৃদ্ধির অভিযোগ তুলে হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা।

এই মামলায় আদালতে জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানিয়েছিলেন এক আইনজীবী। তবে আইনজীবীর সেই আবেদনে সাড়া দিল না হাইকোর্ট। এদিন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও হিরন্ময় ভট্টাচার্যের বেঞ্চ ওই মামলার জরুরি শুনানিতে সায় দেয়নি।

মামলার আবেদনকারী আদালতে জানান, পূর্বে এই মামলায় আদালত আয়কর দফতরের কাছে হলফনামা চেয়েছিল। সেই হলফনামা জমা পড়েছে। আয়কর দফতরের তথ্যের ভিত্তিতে এই মামলার জরুরি কিছু বিষয় সামনে এসেছে। মামলাটি ৬৬০ নম্বর আইটেম হিসেবে তালিকাভুক্ত রয়েছে।