মিউটেশনের চার্জ নিয়ে বিধাননগর পুরসভার সিদ্ধান্তে আপত্তি জানাল হাইকোর্ট

Estimated read time 1 min read

আপত্তি জানাল কলকাতা হাইকোর্ট বিধাননগর পুরসভার সিদ্ধান্তে আপত্তি। ফ্ল্যাট বা বাড়ির মিউটেশন করতে হলে দিতে হবে সার্ভিস চার্জ। এতেই আপত্তি কোর্টের। মঙ্গলবার বিধাননগর পৌরসভার মিউটেশনের জন্য সার্ভিস চার্জ দেওয়ার সিদ্ধান্ত খারিজ করে দেন বিচারপতি কৌশিক চন্দ। বিধাননগর পুরসভা এলাকার কয়েকজন বাসিন্দা ফ্ল্যাট ও বাড়ির মিউটেশন করতে গিয়ে সার্ভিস চার্জে নোটিস পেয়েছিলেন সংশ্লিষ্ট পুরসভার তরফে। এরপর কয়েকজন মামলা করেন কলকাতা হাইকোর্টে। মঙ্গলবার সেই মামলাতেই বিধাননগর পুরসভার সিদ্ধান্ত খারিজ করে কোর্ট।

আদালতের বক্তব্য, আইন অনুযায়ী পুরসভা সার্ভিস চার্জ বাবদ এইভাবে টাকা নিতে পারে না।  এরপর মামলাদাকারীদের পুর কমিশনারের কাছে নতুন ভাবে মিউটেশনের আবেদনের অনুমতি দেয় কোর্ট। মামলাকারী আইনজীবী আর্যক দত্ত আদালতে সওয়াল করেন, পুর আইনে এমনভাবে সার্ভিস চার্জ নেওয়ার কোনও নিয়ম নেই। কোর্টে একটি নথিও তুলে ধরেন তিনি।

জানান, কেউ যদি মিউটেশন পাওয়ার জন্য পুরসভার সার্ভিস চার্জ বাবদ টাকা দেন, তাহলে  প্রায় দেড় লক্ষ টাকা বাড়তি তাঁকে  দিতে হবে। যা একেবারে বেআইনিভাবে। আরও এক মামলাকারীর আইনজীবী অরিন্দম দত্ত আদালতে একই সওয়াল করেন। তিনি বলেন,”আমরা মিউটেশন করার আগে আরটিআই করেছিলাম। তার জবাবে বিধাননগর পৌরসভা সার্ভিস চার্জ হিসেবে টাকা দিতে হবে বলে জানায়। তারপরেই আমরা হাইকোর্টের মামলা করতে বাধ্য হই।”

You May Also Like

More From Author