বাড়তে থাকা সংক্রমনের সংখ্যার কারণে কড়া নির্দেশ হাই কোর্টের

দেশে চারদিকে ক্রমাগত বেড়ে চলেছে সংক্রমনের সংখ্যা। হু হু করে বাড়ছে করোনার দৈনিক সংক্রমণের হার। বাড়তে থাকা সংক্রমনের সংখ্যায় করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কাকে আরও কিছুটা উস্কে দিল। বিগত দু’দিন ধরে দেশে ইতিমধ্যেই দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা চার হাজারের গণ্ডি পার করেছে। কেরল, মহারাষ্ট্র, দিল্লির পর এবার লাফিয়ে লাফিয়ে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে তামিলনাড়ু এবং কর্ণাটকেও।

আর তার জেরেই করোনা মোকাবিলায় ফের কোমর বেঁধে মাঠে নামছে প্রশাসন। আর তাই এবার করোনা পরিস্থিতির মোকাবিলায় বিমানবন্দর কর্তৃপক্ষকে আরো কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। জানা যাচ্ছে বিমান যাত্রীদের করোনা বিধি মেনে চলা প্রসঙ্গে দিল্লি হাইকোর্ট কর্তৃপক্ষকে জানিয়েছে ‘যে সমস্ত বিমানযাত্রীরা করোনা মানবেন না তাদের দরকার পড়লে বিমান থেকে নামিয়ে দিন। প্রয়োজনে তাদের নো-ফ্লাই লিস্টে পাঠিয়ে দিন।’

দিল্লি হাইকোর্টের বক্তব্য, খাতায়-কলমে অনেক নিয়ম থাকলেও সেগুলো ঠিক সময় কার্যকর করা হয় না। তাই প্রশাসনকে এ ব্যাপারে নিশ্চিত করতে হবে যে সব নিয়ম যেন ঠিকঠাক কার্যকর হয়। এক্ষেত্রে আদালতের নির্দেশে বিমান সংস্থাগুলিকে আলাদা নির্দেশিকা দিয়ে জানানো হবে অবিলম্বে যাতে বিমানবন্দর এবং বিমানের ভিতরের করোনা বিধি কঠোরভাবে মেনে চলা শুরু হয়।

এক্ষেত্রে যদি কোনো যাত্রী মাস্ক ছাড়া বিমানে ওঠেন তাকে দরকার পড়লে বিমান থেকে নামিয়ে দেওয়ার বার্তা দিয়েছে দিল্লি হাইকোর্ট। তারপরেও যদি কথা না শোনা হয় তাহলে করোনা বিধি অমান্য করা যাত্রীদের নো ফ্লাই লিস্টে পাঠিয়ে দিতে হবে। এর সঙ্গেই আদালতের নির্দেশ, যারা করোনা আইন মানছে না তাদের প্রত্যেককে জরিমানা দিতে বাধ্য করা হোক।

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের পর থেকে দেশের করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে থাকায় ইতিমধ্যেই দেশ তথা দেশবাসীর উপর থেকে উঠেছে মহামারী আইন। এমনকি মহারাষ্ট্র, দিল্লি, বাংলার মতো একাধিক রাজ্যে করোনার একাধিক বিধি-নিষেধ শিথিল পর্যন্ত করে দেওয়া হয়েছে। এমতাবস্থায় জুনের শুরু থেকেই হঠাৎ মাথাচাড়া দিয়েছে করোনার দৈনিক সংক্রমন। মহারাষ্ট্র, কেরল, বিল্লির মতো একাধিক রাজ্যে লাগামছাড়া হারে বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা।

এমনকি জানা যাচ্ছে হাসপাতালের জরুরি বিভাগে রোগী ভর্তির সংখ্যা দিন দিন বাড়ছে। ফলে করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কায় প্রমাদ গুনছে বিশেষজ্ঞ মহল। এমতাবস্থায় যদি প্রশাসনের তরফ থেকে কঠোর পদক্ষেপ না নেওয়া হয় তাহলে ভবিষ্যতে আরও খারাপ দিন দেখতে হতে পারে দেশকে, এমনটাই আশঙ্কা করে করোনা বিধি প্রসঙ্গে আজ এমন কড়া বার্তা দিল দিল্লি হাইকোর্ট।

উল্লেখ্য গত একদিনে দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪০৪১ জন। চলতি বছরের মার্চের ১০ তারিখের পর এই প্রথম দেশে করোনা আক্রান্তের সংখ্যা ফের চার হাজারের গন্ডিতে প্রবেশ করল। গত সপ্তাহে এই সংখ্যাটা আড়াই হাজারের আশেপাশে ঘোরাফেরা করছিল। কিন্তু মাত্র এক সপ্তাহের ব্যবধানে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ফের রেকর্ড গড়ার পথে।