রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে শহরে মিছিল করতে চেয়েছিল তারা, কিন্তু সেই অনুমতি দেয়নি পুলিশ। শেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল চাকরিপ্রার্থীদের দশটি সংগঠন। সেই মামলার শুনানিতে শর্তসাপেক্ষে চাকরিপ্রার্থীদের সভা করার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজা শেখর মান্থা। তবে স্পষ্ট জানান হয়েছে, শর্ত মেনেই মিছিল এবং শান্তিপূর্ণ কর্মসূচি করতে হবে। তবে যেদিন এই মিছিল করতে চেয়েছিল তারা সেদিন তা করা যাবে না।
আদালত এদিন জানিয়েছে, ১৬ জানুয়ারি নয়, গঙ্গাসাগর মেলার জন্য ১৮ জানুয়ারি সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রানি রাসমণি রোডে শর্তসাপেক্ষে চাকরিপ্রার্থীরা কর্মসূচি করতে পারবেন। তবে লাউড স্পিকার ব্যবহার করা যাবে না। শব্দ বিধি মানতে হবে। এইসব শর্ত মেনেই ওইদিন সভা-মিছিল করতে পারবে চাকরিপ্রার্থীরা।
শহরের তিনদিক থেকে মিছিল করে ধর্মতলায় মেট্রো চ্যানেলে জমায়েতের পরিকল্পনা করেছে সংগঠনগুলি। হাওড়া, শিয়ালদহ এবং কলেজ স্ট্রিট থেকে মিছিল এসে জমায়েত হবে ধর্মতলায়। সেই জন্যই পুলিশি অনুমতির দরকার ছিল যা প্রথমে মেলেনি। তাই কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে চাকরিপ্রার্থীরা। আদালত তাদের পক্ষেই রায় দিয়েছে।