বড় নির্দেশ দিল হাইকোর্ট

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় গত আগস্ট মাস থেকে শিরোনামে রয়েছে আরজি কর। চিকিৎসক ধর্ষণের খুনের ঘটনার পর প্রকাশ্যে এসেছে হাসপাতালের অন্দরে হওয়া নানান দুর্নীতি, থ্রেট কালচারের অভিযোগ। ইতিমধ্যেই এই জল গড়িয়েছে আদালত অবধি।

এবার সংশ্লিষ্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে বড় নির্দেশ দিল আদালত। চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পর আরজি করের অন্দরে থ্রেট কালচার চালানো, আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার অভিযোগে ৫১ জন জুনিয়র ডাক্তার, হাউস স্টাফকে সাসপেন্ড করেছিল কর্তৃপক্ষ।

সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তাঁরা উচ্চ আদালতের দ্বারস্থ হন। এবার ওই মামলাতেই বড় পর্যবেক্ষণ বিচারপতি জয় সেনগুপ্তের। বিগত ২ বছরে কতগুলি ওই ধরণের অভিযোগ রয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, কতগুলি অভিযোগ পুলিশে জানানো হয়েছে, এবার জানতে চাইল হাইকোর্ট। আগামী ১৬ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।