বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে দিল্লি হাইকোর্টে অনুব্রতর জামিনের আর্জির শুনানি ছিল। কিন্তু অ্যাডিশনাল সলিসিটার জেনারেল ব্যস্ত ছিলেন অন্য একটি মামলায়।
তাই তিনি আদালতে উপস্থিত না হওয়ায় ফের পিছিয়ে গেল অনুব্রতর জামিনের মামলার শুনানি। আগামী ১৯ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। আপাতত অনুব্রত রয়েছেন দিল্লির তিহাড় জেলে। এরপর অনুব্রতর হিসাবরক্ষক, বোলপুরের বাসিন্দা মণীশ কোঠারিকে দিল্লি তলব করা হয়।
জিজ্ঞাসাবাদের পর সিবিআই গ্রেপ্তার করে মণীশ কোঠারিকে। তবে মণীশ কোঠারি জামিন পেয়ে যান গত মাসে। এই আবহে সবার মনে প্রশ্ন পুজোর আগে কি জামিন পাবেন একদা বীরভূমের এই দাপুটে তৃণমূল নেতা? এখন সেই দিকেই তাকিয়ে আছে গোটা বীরভূমবাসী।