বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গরু পাচার মামলায় বর্তমানে তিহাড় বন্দি বীরভূমের দোর্দণ্ডপ্রতাপশালী নেতা অনুব্রত মণ্ডল ও মেয়ে সুকন্যা মণ্ডল।
এরই মধ্যে দিল্লি হাই কোর্টে ফের পিছিয়ে গেল অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের জামিনের মামলার শুনানি। জানা যাচ্ছে, এই জামিন মামলার পরবর্তী শুনানি হবে ২৭ সেপ্টেম্বর। অন্যদিকে এদিনও আদালতে দেখা গেল না সুকন্যার আইনজীবীকে।
কেষ্ট ও তার মেয়ের মধ্যে আইনজীবিকে নিয়ে মতভেদের জন্য অমিত কুমারকে সরিয়ে দেওয়া হয়। তবে তারপর থেকে সুকন্যার হয়ে মামলা কে লড়ছেন সেই নিয়ে ধোঁয়াশা। মেয়ের হয়ে মামলা কে লড়ছে তা জানেন না খোদ অনুব্রতও। অনুব্রতর আইনজীবীরাও এই বিষয়ে কিছু জানেন না।