গুরুদুয়ারাকে বৈশাখী উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে

উৎসবের ভরা মরশুম,পরপর রয়েছে বাসন্তী পুজো, বাঙ্গালীদের বর্ষবরণ, রামনবমী, রয়েছে ঈদ, শনিবার বৈশাখী। শিখ সম্প্রদায়ের কাছে এই বৈশাখী উৎসব গুরুত্বপূর্ণ একটি উৎসব। প্রতি বছর ঘটা করে এই বৈশাখী উৎসব পালন করে থাকেন তাঁরা। এবারও চলছে সেই উৎসবকে ঘিরে প্রস্তুতি। আগামী ১৩ই এপ্রিল বৈশাখী উৎসব উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে গুরুদুয়ারা। আলোর রোশনাই দিয়ে সেজে উঠেছে গুরুদুয়ারা। এই প্রসঙ্গে একজন সেবাইত জানান, আগামী ১৩ই এপ্রিল রয়েছে বৈশাখী, বৈশাখী উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে গুরুদুয়ারা। এই বিশেষ দিনে প্রচুর ভক্ত আসবেন, সারাদিন ধরে উৎসব অনুষ্ঠান পালন করা হবে।