করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মাঝেই ওঠা পড়া করছে দৈনিক সংক্রমনের গ্রাফ

স্বস্তির খবর। গতকালের তুলনায় কিছুটা হলেও কমল আজকের দৈনিক করোনা সংক্রমণ। পাশাপাশি কমেছে মৃত্যু সংখ্যাও। স্বাস্থ্যমন্ত্রকের আজকের পরিসংখ্যান অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ১৩৪ জন। দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন এমন মানুষের সংখ্য়া ৩ কোটি ১৬ লাখ ৯৫ হাজার ৯৫৮। এই সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩৬ হাজার ৯৪৬ জন। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৮ লাখ ৫৭ হাজার ৪৬৭ জন। শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪২২ জনের। রবিবার এই সংখ্যা ছিল সাড়ে পাঁচশোর কাছাকাছি। সেই তুলনায় সোমবার তা অনেকটাই নামল। দেশে করোনার জেরে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ২৪ হাজার ৭৭৩ জনের। দেশে এই মুহূর্তে করোনার অ্য়াক্টিভ আক্রান্তের সংখ্যা রয়েছে ৪ লাখ ১৩ হাজার ৭১৮। রিপোর্ট অনুযায়ী, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৪ লক্ষ ২৮ হাজার ৯৮৪ জনের। টিকা দেওয়া হয়েছে ৪৭ কোটি ২২ লক্ষ ২৩ হাজার ৬৩৯ জনকে। করোনার তৃতীয় ঢেউ রুখতে এখন ভ্যাকসিনকেই পাখির চোখ করছে সকলে। রিপোর্ট মোতাবেক সোমবার সকাল পর্যন্ত দেশে ভ্য়াকসিন নেওয়া মানুষের সংখ্যা ৪৭ কোটি ২২ লাখ ২৩ হাজার ৬৩৯ জন। এরমধ্যে শেষ ২৪ ঘণ্টায় ভ্যাকসিন নিয়েছেন ১৭ লাখ ৬ হাজার ৫৯৮ জন।