দিল্লী গেলেন রাজ্যপাল

ব্যাবধান মাত্র তিন সপ্তাহের। এই মাত্র তিন সপ্তাহের ব্যাবধানে আবার দিল্লি যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সবে মাত্র কদিন হলো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়াদিল্লি সফরে গিয়েছিলেন। এবার দু’দিনের সফরে রাজ্যপাল রাজধানী যাচ্ছেন। সূচি বদল করে মঙ্গলবার বিকেল দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন তিনি। অন্যদিকে আজই রাজ্যের বিরোধী দলনেতা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী রাজভবনে যান রাজ্যপালের সঙ্গে দেখা করতে। দু’দিনের দিল্লি সফরে রাজ্যপাল ধনখড় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন রাজ্যপাল। এদিকে এই সফরের মূল কর্মসূচি কী রয়েছে সে ব্যাপারেও বিস্তারিত জানায়নি রাজভবন। তবে রাজ্যপালের এই নয়াদিল্লি সফর নিয়ে ইতিমধ্যেই নানা জল্পনা শুরু হয়েছে।

এর আগে গত ১৭ জুলাই দিল্লি গিয়েছিলেন রাজ্যপাল। রাজ্যে বিধানসভা নির্বাচনের পরে সে সময় ধারাবাহিক ভাবে শাসকদলের বিরুদ্ধে ভোট-পরবর্তী হিংসার অভিযোগ তুলছিলেন তিনি। সেই প্রেক্ষিতে তাঁর দিল্লি সফর নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা তৈরি হয়েছিল। তাই মঙ্গলবার তাঁর নয়াদিল্লি সফর নতুন জল্পনা উস্কে দিয়েছে।