পরিস্থিতির খতিয়ান করতে ভাঙড় সফরে রাজ্যপাল

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে বিগত কয়েক দিন ধরে শিরোনামে উঠে এসেছে ভাঙড়। পুলিস এসকর্টের মধ্যে আইএসএফ কর্মীর হত্যাকাণ্ডের পর পরিস্থিতি আরও জটিল।

সেই অশান্ত ভাঙড়ে এবার পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন রাজ্যপাল হেঁটে ঘুরে দেখেন গোটা বিজয়গঞ্জ বাজার এলাকা। কথা বললেন স্থানীয় মানুষদের সঙ্গে। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও কথা বলেন তিনি। বোঝার চেষ্টা করেন এলাকার গম্ভীর পরিস্থিতিকে।

বেশ কিছুক্ষণ ভাঙড়ের বিডিও অফিসে কাটিয়ে ভাঙড় কলেজে যান রাজ্যপাল। গতকাল বৃহস্পতিবার প্রায় সারাদিনই শিরোনামে ছিল ভাঙড়। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিনে প্রাণ যায় তিনজনের। সারা দিন ধরে এলোপাতাড়ি বোমাবাজি চলে। চলে গুলিও। সেই সন্ত্রাস কবলিত ভাঙড় পরিদর্শনে আসবেন বলে বৃহস্পতিবারই ইঙ্গিত দেন রাজ্যপাল।